Ajker Patrika

কুলাউড়ায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

প্রতিনিধি, মৌলভীবাজার ও কুলাউড়া
কুলাউড়ায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় পারাবত ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেল লাইন ক্রস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল আন্তনগর পারাবত ট্রেন। পথে হোসেনপুর এলাকায় মাইক্রোবাসটি দ্রুত রেললাইন অতিক্রম করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখান থেকে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে। 

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করলেও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  

হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেল লাইন ক্রস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেকুলাউড়া থানার ওসি বিনয় ভুনষ রায় জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ৩ জন মারা গেছেন। ঘটনাস্থলের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ভাটেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন,৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত