হবিগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশ। কমিটি গঠনে টাকার লেনদেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ এনেছে তারা।
আজ শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। তাঁর সঙ্গে ৪৫ জন সহযোদ্ধা রয়েছে বলে জানান সাকিব। নতুন কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশোধন করা না হলে হবিগঞ্জে এই সংগঠনকে আর কাজ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনামুল হক সাকিব অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমার সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগ হবিগঞ্জবাসী জানে। অথচ কমিটিতে পদ কেনাবেচার মাধ্যমে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে। আমাকে গুরুত্বপূর্ণ পদ না দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কারণ, আমি টাকা দিইনি। অথচ যারা অর্থের বিনিময়ে পদ কিনেছেন, তারা আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন।’
এনামুল হক সাকিব বলেন, ‘কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আমাকে জানানোর চেষ্টা করছেন, মৌলভীবাজারে এটা নিচ্ছে, মৌলভীবাজার নিয়ে টেনশন না করতে, সাকিবের (মানে আমার) সঙ্গে টাকার বিষয়ে আলোচনা করতে। এর থেকে পরিষ্কার হয়, মৌলভীবাজারেও টাকার লেনদেন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও স্বৈরাচার সরকারের দোসরদের স্থান দেওয়া হয়েছে। আহ্বায়ক করা হয়েছে ছাত্রদল সংশ্লিষ্ট আরিফ তালুকদারকে, সদস্যসচিব হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মাহদি, আর মুখ্য সংগঠক হিসেবে শিবিরকর্মী সুজনকে রাখা হয়েছে। ছাত্রলীগের সাবেক নেতাদেরও পুনর্বাসন করা হয়েছে, যা গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করেন, ‘নবগঠিত কমিটিতে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। ২৯৪ সদস্যের মধ্যে ২০০ জন পুরুষ, মাত্র ১৪ জন নারী এবং মাত্র একজন ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন। অথচ গণ-অভ্যুত্থানে নারী ও সংখ্যালঘুদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এ ছাড়া, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বানিয়াচংয়ের ছয়জন শহীদ হলেও কমিটিতে তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি।’
তিনি বলেন, ‘এই কমিটি হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা এবং গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তাই আমি ও আমার ৪৫ জন সহযোদ্ধা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং হবিগঞ্জের মাটিতে এই পকেট কমিটির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সহসদস্যসচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুজ্জামান শাওন প্রমুখ। তাঁরা সুষ্ঠু ও স্বচ্ছ কমিটি গঠনের দাবি জানান।
গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার ২২৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই দিনই হবিগঞ্জে কমিটি প্রত্যাখ্যান করে হবিগঞ্জ শহরসহ কয়েকটি স্থানে ঝাড়ু মিছিল বের করে একাংশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশ। কমিটি গঠনে টাকার লেনদেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ এনেছে তারা।
আজ শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। তাঁর সঙ্গে ৪৫ জন সহযোদ্ধা রয়েছে বলে জানান সাকিব। নতুন কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশোধন করা না হলে হবিগঞ্জে এই সংগঠনকে আর কাজ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনামুল হক সাকিব অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমার সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগ হবিগঞ্জবাসী জানে। অথচ কমিটিতে পদ কেনাবেচার মাধ্যমে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে। আমাকে গুরুত্বপূর্ণ পদ না দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কারণ, আমি টাকা দিইনি। অথচ যারা অর্থের বিনিময়ে পদ কিনেছেন, তারা আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন।’
এনামুল হক সাকিব বলেন, ‘কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আমাকে জানানোর চেষ্টা করছেন, মৌলভীবাজারে এটা নিচ্ছে, মৌলভীবাজার নিয়ে টেনশন না করতে, সাকিবের (মানে আমার) সঙ্গে টাকার বিষয়ে আলোচনা করতে। এর থেকে পরিষ্কার হয়, মৌলভীবাজারেও টাকার লেনদেন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও স্বৈরাচার সরকারের দোসরদের স্থান দেওয়া হয়েছে। আহ্বায়ক করা হয়েছে ছাত্রদল সংশ্লিষ্ট আরিফ তালুকদারকে, সদস্যসচিব হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মাহদি, আর মুখ্য সংগঠক হিসেবে শিবিরকর্মী সুজনকে রাখা হয়েছে। ছাত্রলীগের সাবেক নেতাদেরও পুনর্বাসন করা হয়েছে, যা গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করেন, ‘নবগঠিত কমিটিতে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। ২৯৪ সদস্যের মধ্যে ২০০ জন পুরুষ, মাত্র ১৪ জন নারী এবং মাত্র একজন ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন। অথচ গণ-অভ্যুত্থানে নারী ও সংখ্যালঘুদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এ ছাড়া, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বানিয়াচংয়ের ছয়জন শহীদ হলেও কমিটিতে তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি।’
তিনি বলেন, ‘এই কমিটি হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা এবং গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তাই আমি ও আমার ৪৫ জন সহযোদ্ধা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং হবিগঞ্জের মাটিতে এই পকেট কমিটির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সহসদস্যসচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুজ্জামান শাওন প্রমুখ। তাঁরা সুষ্ঠু ও স্বচ্ছ কমিটি গঠনের দাবি জানান।
গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার ২২৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই দিনই হবিগঞ্জে কমিটি প্রত্যাখ্যান করে হবিগঞ্জ শহরসহ কয়েকটি স্থানে ঝাড়ু মিছিল বের করে একাংশ।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে