হবিগঞ্জ প্রতিনিধি
দৈনিক মজুরি ১৪৫ টাকা করার প্রতিশ্রুতি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে আপাতত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চা-শ্রমিকেরা। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রমিক, মালিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আন্দোলন প্রত্যাহারের কথা নিশ্চিত করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৫ টাকা মজুরিসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন। দেশে ফিরে তিনি এ ব্যাপারে বৈঠক করবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে শ্রমিকেরা আপাতত আন্দোলন প্রত্যাহার করছেন।
আজ বেলা ৩টার দিকে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতি পালনকালে গত ১২ দিনের মজুরি, রেশনসহ আনুষঙ্গিক সুবিধাদি দেওয়ার দাবি জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এ সময় একাধিক চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ১২০ টাকার দৈনিক মজুরি পান চা-শ্রমিকেরা। তাঁরা মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের চা-শ্রমিকেরা একজোট হয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জের ২৪টি চা-বাগানে আজ অষ্টম দিনের মতো কর্মবিরতি চলেছে।
দৈনিক মজুরি ১৪৫ টাকা করার প্রতিশ্রুতি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে আপাতত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চা-শ্রমিকেরা। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রমিক, মালিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আন্দোলন প্রত্যাহারের কথা নিশ্চিত করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৫ টাকা মজুরিসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন। দেশে ফিরে তিনি এ ব্যাপারে বৈঠক করবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে শ্রমিকেরা আপাতত আন্দোলন প্রত্যাহার করছেন।
আজ বেলা ৩টার দিকে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতি পালনকালে গত ১২ দিনের মজুরি, রেশনসহ আনুষঙ্গিক সুবিধাদি দেওয়ার দাবি জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এ সময় একাধিক চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ১২০ টাকার দৈনিক মজুরি পান চা-শ্রমিকেরা। তাঁরা মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের চা-শ্রমিকেরা একজোট হয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জের ২৪টি চা-বাগানে আজ অষ্টম দিনের মতো কর্মবিরতি চলেছে।
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক কলিম উদ্দীন। চলতি বছর তিনি কৃষি বিভাগ থেকে পাওয়া বারি-৩০ জাতের গম লাগিয়েছেন এক বিঘা জমিতে। কিন্তু যবের দুটিসহ পাঁচ প্রকারের জাতে ছেয়ে গেছে তাঁর পুরো খেত। এখন উৎপাদিত এ গম থেকে কীভাবে বীজ উৎপাদন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি কলিম উদ্দীন।
৩৮ মিনিট আগেবাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, তাঁর ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা হয়েছে। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার সোমবার (৫ মে) বাগেরহাট মডেল থানায়...
২ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে হট্টগোল শুরু করেন।
২ ঘণ্টা আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেলে তাঁদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ।
২ ঘণ্টা আগে