নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) তিন ওয়ার্ডে ছয় ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ আজ বুধবার বেলা ৩টার সময় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ার্ড তিনটি হচ্ছে, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড।
তারেক আহমেদ বলেন, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।’
হালনাগাদ ভোটার তালিকায় অনুসারে, সিলেট সিটিতে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। এ ছাড়া সিলেট সিটি নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) তিন ওয়ার্ডে ছয় ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ আজ বুধবার বেলা ৩টার সময় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ার্ড তিনটি হচ্ছে, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড।
তারেক আহমেদ বলেন, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।’
হালনাগাদ ভোটার তালিকায় অনুসারে, সিলেট সিটিতে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। এ ছাড়া সিলেট সিটি নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৩ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১০ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৩ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৯ মিনিট আগে