Ajker Patrika

লাখ লাখ টাকার মাছ হারিয়ে সর্বস্বান্ত মাছচাষিরা

আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
আপডেট : ২৪ মে ২০২২, ১৪: ৫০
লাখ লাখ টাকার মাছ হারিয়ে সর্বস্বান্ত মাছচাষিরা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছচাষি সিরাজ মিয়া। গত বছর বন্যায় তাঁর পুকুরের মাছ ভেসে যায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে আবার মাছের চাষ শুরু করেন তিনি। স্বপ্ন ছিল ঘুরে দাঁড়ানোর। 

কানলার হাওরপাড়ে ছোটবড় পাঁচটি পুকুরে চাষ করা প্রায় ৫০ লাখ টাকার মাছ মজুত ছিল তাঁর। মাছ বিক্রির প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সম্প্রতি পাহাড়ি ঢল ও বন্যার পানিতে সিরাজ মিয়ার সব কটি পুকুর পানিতে তলিয়ে যায়। বানের পানিতে ভেসে যায় লাখ লাখ টাকার মাছ। জাল দিয়ে পুকুরপাড় ঘেরা করেও মাছ রক্ষা করতে পারেননি তিনি। 

একই গ্রামের মাছচাষি সোহেল আহমদ। তাঁরও তিনটি পুকুরের প্রায় ১২ লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। 

টেংরাটিলা গ্রামের মাছচাষি শের মাহমুদ ভূঁইয়া। বাড়ির পাশে ৪০০ শতক জমির তিনটি পুকুর রয়েছে তাঁর। বন্যায় প্রায় ১৫ লাখ টাকার মাছ ভেসে গেছে। 

মাছচাষি সিরাজ মিয়া, সোহেল আহমদ ও শের মাহমুদ ভূঁইয়ার মতো উপজেলার দুই শতাধিক মাছচাষির স্বপ্ন ভেসে গেছে বানের জলে। পুঁজি হারিয়ে এখন দিশেহারা এসব মাছচাষি। 

স্থানীয় মাছচাষিরা জানান, বেশির ভাগ মাছচাষি পুকুর লিজ নিয়ে মাছের চাষ করে থাকেন। মাছের খাদ্যের ডিলারদের সঙ্গে চুক্তি করে সারা বছর বাকিতে মাছের খাবার কিনে খাওয়ান। বছর শেষে মাছ বড় হয়ে গেলে স্থানীয় বাজারে খুচরা অথবা পাইকারিতে এসব মাছ বিক্রি করেন। পরে এসব মাছ বিক্রির টাকা দিয়ে মাছের খাদ্যের ডিলারদের টাকা পরিশোধ করেন। একেকটি পুকুরে এক বছর মাছের চাষ করতে কয়েক লাখ টাকার খাবারের প্রয়োজন হয়। সেই সঙ্গে শ্রমিক ও পরিবহন খরচ ছাড়াও আনুষঙ্গিক খরচও রয়েছে। কিন্তু অকালবন্যা ও পাহাড়ি ঢলের কারণে প্রতিবছরই লোকসান গুনতে হচ্ছে মাছচাষিদের। 

টেংরাটিলা গ্রামের মাছচাষি তাজুল ইসলাম বলেন, ‘আমার এককভাবে ১৬ একর জমি নিয়ে পাঁচটি পুকুর রয়েছে। বন্যায় পুকুরের প্রায় ৪০ লাখ টাকার মাছ ভেসে গেছে। রাতদিন অনেক চেষ্টা করেও মাছ আটকাতে পারিনি। বন্যার পানির তীব্র স্রোতে মাছ ভেসে গেছে। এখন কী করব ভেবে পাচ্ছি না।’ 

আলীপুর গ্রামের মাছচাষি আব্দুর রহিম জানান, উপজেলার বেশির ভাগ মাছচাষি এবারের বন্যায় পথে নামতে বসেছেন। এমনিতেই গত বছরের বন্যায় পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সারা বছর ঋণ ও ধারদেনা করে মাছের চাষ করতে হয়। তা ছাড়া এখন সহজে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় না, ডিলাররাও বাকিতে মাছের খাদ্য দিতে চান না। এই দুঃসময়ে সরকার যদি বন্যায় ক্ষতিগ্রস্ত মাছচাষিদের পাশে না দাঁড়ায়, তাঁরা দেউলিয়া হয়ে পরিবার-পরিজন নিয়ে পথে নামবেন। 

দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ জানান, উপজেলায় ৪ হাজার ৬৬৬টি মাছ চাষের পুকুর রয়েছে। এর মধ্যে ২৫৮টি বাণিজ্যিক পুকুরের মাছ সম্প্রতি বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করা হচ্ছে। মৎস্যচাষিদের পুকুরপাড় মেরামত এবং পুকুরপাড়ের চারপাশ জাল দিয়ে ঘেরাও করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত