নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবি প্রতিনিধি
সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন অসংখ্য নেতা-কর্মী। আজ শুক্রবার দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে। তাঁরা পথে পথে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।
নেতা-কর্মীরা জানান, পরিবহন ধর্মঘট থাকায় তাঁরা আগেভাগেই সমাবেশস্থলে চলে এসেছেন।
বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন আজকের পত্রিকাকে বলেন, ‘একেতো তাঁরা পরিবহন বন্ধ করে রেখেছে, দ্বিতীয়ত বিভাগের সব জায়গায় নেতা-কর্মীদের পথে পথে বাধা দেওয়া হচ্ছে। নেতা-কর্মীরা বাধা-বিপত্তি পেরিয়ে আসছেন। এরই মধ্যে মাঠ প্রায় ভরে গেছে। আগামীকাল পুরো সিলেট জনসমাবেশের নগরে পরিণত হবে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিকেল থেকেই এই নগর জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ ১৩ বছর ধরে করে যাচ্ছি। আমাদের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।’
এর আগে শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠে চলছে মাইক ও সাউন্ড সিস্টেম। টানানো হয়েছে ব্যানার ফেস্টুন ও পোস্টার সংবলিত বেলুন। মিছিলে মিছিলে ও মোটরসাইকেল মহড়া করে মাঠে প্রবেশ করছেন নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে। সবকিছু মিলিয়ে আলিয়া মাদ্রাসার মাঠ ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
মঞ্চের তিন পাশে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা নেতাদের উদ্যোগে ক্যাম্প নির্মাণ করা হয়েছে। ক্যাম্পে ক্যাম্পে চলছে রান্না ও খাবারের আয়োজন। ক্যাম্পগুলোতে মজুত করে রাখা হয়েছে চালের বস্তা, তেল ও রান্নার সামগ্রী। প্রতিটি ক্যাম্পেই বড় বড় ডেকচিতে হচ্ছে রান্নাবান্না। জুম্মার নামাজের পর প্রতিটি ক্যাম্পে খাবার পরিবেশন করা হয়। প্রত্যেক ক্যাম্পেই নিজেদের মানুষ ছাড়া অন্যান্য নেতা-কর্মীদেরও খাবার দেওয়া হয়। এছাড়াও মাঠের প্রবেশমুখে ‘ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প’। এ ক্যাম্প থেকে সমাবেশস্থলে আসা নেতা-কর্মীদের পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
মাঠে খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি শাহিন আলম বলেন, ‘দুপুরে ১০ হাজার মানুষের খাবার রান্না করেছিলাম। রাতের জন্য এখানে ৫-৬ হাজার মানুষের খাবার রান্না করা হবে। কারণ রাতের খাবার অন্য জায়গা থেকে আসবে। তবুও কারও যেন না খেয়ে থাকতে হয় এ জন্য এখানেও রান্না করছি।’
জুমার নামাজের পর কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে। সমাবেশস্থলে মৌলভীবাজার থেকে আসা বড়লেখা উপজেলার দক্ষিণ বাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিমুল আহমদ বলেন, ‘সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে আমরা মৌলভীবাজার ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীরা এরই মধ্যে চলে এসেছি। আসার সময় পরিবহন শ্রমিকদের ধর্মঘট থাকায় গাড়ি পাওয়া যাচ্ছিল না। ফলে আসার সময় অনেক কষ্ট করতে হয়েছে।’
সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন, ‘সরকারের বাধা বিপত্তির বিষয়টি মাথায় রেখে আগেই আমরা স্থানীয় নেতা-কর্মীরা চলে এসেছি। গতকাল রাতেও সবাইকে নিয়ে নির্ঘুম রাত কাটিয়েছি। সমাবেশ সফল হওয়া পর্যন্ত সবাইকে নিয়ে নির্ঘুম রাত কাটাব। আমরা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের খাবারের ব্যবস্থা করছি।’
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, ‘সরকারের কাজ হলো বাধা দেওয়া। তাঁরা বাধা দিচ্ছে এতে আমরা বিচলিত নই। গত ১৬ তারিখেও পুলিশ আমাদের নেতা-কর্মীদের মিথ্যা ও হয়রানির জন্য মামলা দিচ্ছে। বাহুবলে আটজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। নবীগঞ্জে বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। আমরা এসব নিয়ে একটুও বিচলিত নই। আমরা এ দেশের মানুষের ভোটের অধিকার জন্য আন্দোলন করছি।’
এদিকে সুনামগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটেই শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ধর্মঘট উপেক্ষা করে বিএনপির নেতা–কর্মীরা বিকল্পভাবে সিলেটের গণসমাবেশে যোগ দিচ্ছেন। দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে রওনা দিয়ে নেতা-কর্মীরা সিলেটের সমাবেশস্থলে পৌঁছান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘সিলেটের সমাবেশ ঘিরে সুনামগঞ্জের নেতা-কর্মীরা ভীষণভাবে উজ্জীবিত। সমাবেশ সফল করতে সুনামগঞ্জে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণ জেগেছে। তবে তাদের কোনো বাধা কাজে আসছে না। বিএনপির সমাবেশগুলোর জনসমাগমই তার প্রমাণ। সিলেটেও জনসমুদ্রে পরিণত হবে।’
আরও পড়ুন:
সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন অসংখ্য নেতা-কর্মী। আজ শুক্রবার দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে। তাঁরা পথে পথে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।
নেতা-কর্মীরা জানান, পরিবহন ধর্মঘট থাকায় তাঁরা আগেভাগেই সমাবেশস্থলে চলে এসেছেন।
বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন আজকের পত্রিকাকে বলেন, ‘একেতো তাঁরা পরিবহন বন্ধ করে রেখেছে, দ্বিতীয়ত বিভাগের সব জায়গায় নেতা-কর্মীদের পথে পথে বাধা দেওয়া হচ্ছে। নেতা-কর্মীরা বাধা-বিপত্তি পেরিয়ে আসছেন। এরই মধ্যে মাঠ প্রায় ভরে গেছে। আগামীকাল পুরো সিলেট জনসমাবেশের নগরে পরিণত হবে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিকেল থেকেই এই নগর জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ ১৩ বছর ধরে করে যাচ্ছি। আমাদের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।’
এর আগে শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠে চলছে মাইক ও সাউন্ড সিস্টেম। টানানো হয়েছে ব্যানার ফেস্টুন ও পোস্টার সংবলিত বেলুন। মিছিলে মিছিলে ও মোটরসাইকেল মহড়া করে মাঠে প্রবেশ করছেন নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে। সবকিছু মিলিয়ে আলিয়া মাদ্রাসার মাঠ ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
মঞ্চের তিন পাশে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা নেতাদের উদ্যোগে ক্যাম্প নির্মাণ করা হয়েছে। ক্যাম্পে ক্যাম্পে চলছে রান্না ও খাবারের আয়োজন। ক্যাম্পগুলোতে মজুত করে রাখা হয়েছে চালের বস্তা, তেল ও রান্নার সামগ্রী। প্রতিটি ক্যাম্পেই বড় বড় ডেকচিতে হচ্ছে রান্নাবান্না। জুম্মার নামাজের পর প্রতিটি ক্যাম্পে খাবার পরিবেশন করা হয়। প্রত্যেক ক্যাম্পেই নিজেদের মানুষ ছাড়া অন্যান্য নেতা-কর্মীদেরও খাবার দেওয়া হয়। এছাড়াও মাঠের প্রবেশমুখে ‘ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প’। এ ক্যাম্প থেকে সমাবেশস্থলে আসা নেতা-কর্মীদের পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
মাঠে খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি শাহিন আলম বলেন, ‘দুপুরে ১০ হাজার মানুষের খাবার রান্না করেছিলাম। রাতের জন্য এখানে ৫-৬ হাজার মানুষের খাবার রান্না করা হবে। কারণ রাতের খাবার অন্য জায়গা থেকে আসবে। তবুও কারও যেন না খেয়ে থাকতে হয় এ জন্য এখানেও রান্না করছি।’
জুমার নামাজের পর কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে। সমাবেশস্থলে মৌলভীবাজার থেকে আসা বড়লেখা উপজেলার দক্ষিণ বাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিমুল আহমদ বলেন, ‘সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে আমরা মৌলভীবাজার ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীরা এরই মধ্যে চলে এসেছি। আসার সময় পরিবহন শ্রমিকদের ধর্মঘট থাকায় গাড়ি পাওয়া যাচ্ছিল না। ফলে আসার সময় অনেক কষ্ট করতে হয়েছে।’
সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন, ‘সরকারের বাধা বিপত্তির বিষয়টি মাথায় রেখে আগেই আমরা স্থানীয় নেতা-কর্মীরা চলে এসেছি। গতকাল রাতেও সবাইকে নিয়ে নির্ঘুম রাত কাটিয়েছি। সমাবেশ সফল হওয়া পর্যন্ত সবাইকে নিয়ে নির্ঘুম রাত কাটাব। আমরা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের খাবারের ব্যবস্থা করছি।’
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, ‘সরকারের কাজ হলো বাধা দেওয়া। তাঁরা বাধা দিচ্ছে এতে আমরা বিচলিত নই। গত ১৬ তারিখেও পুলিশ আমাদের নেতা-কর্মীদের মিথ্যা ও হয়রানির জন্য মামলা দিচ্ছে। বাহুবলে আটজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। নবীগঞ্জে বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। আমরা এসব নিয়ে একটুও বিচলিত নই। আমরা এ দেশের মানুষের ভোটের অধিকার জন্য আন্দোলন করছি।’
এদিকে সুনামগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটেই শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ধর্মঘট উপেক্ষা করে বিএনপির নেতা–কর্মীরা বিকল্পভাবে সিলেটের গণসমাবেশে যোগ দিচ্ছেন। দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে রওনা দিয়ে নেতা-কর্মীরা সিলেটের সমাবেশস্থলে পৌঁছান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘সিলেটের সমাবেশ ঘিরে সুনামগঞ্জের নেতা-কর্মীরা ভীষণভাবে উজ্জীবিত। সমাবেশ সফল করতে সুনামগঞ্জে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণ জেগেছে। তবে তাদের কোনো বাধা কাজে আসছে না। বিএনপির সমাবেশগুলোর জনসমাগমই তার প্রমাণ। সিলেটেও জনসমুদ্রে পরিণত হবে।’
আরও পড়ুন:
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
২ মিনিট আগেবাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার নগরীর নওদাপাড়ায় বিএডিসি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
২৪ মিনিট আগেজার্মান সংবাদ সংস্থা ডিপিএর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুর মা হাসিনা বেগম মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
২৮ মিনিট আগে