হবিগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।
আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’
সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।
আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’
সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে