Ajker Patrika

চা-বাগানে মাটি খুঁড়ে পাওয়া মর্টার শেল ৯ দিন পর নিস্ক্রিয় করল সেনাবাহিনী

চা-বাগানে মাটি খুঁড়ে পাওয়া মর্টার শেল ৯ দিন পর নিস্ক্রিয় করল সেনাবাহিনী

মৌলভীবাজারের কমলগঞ্জে মাটি খুঁড়ে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। আজ বুধবার দুপুর ১টার সময় সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন ও থানা-পুলিশের উপস্থিতিতে মর্টারশেলটি দলই চা-বাগানে নিষ্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা-বাগানে সাত্তার মিয়ার বাড়িতে মাটি খননের সময় পাওয়া ৮২-এমএল মর্টারশেলটি পাওয়া যায়।

দলই চা-বাগানের বাসিন্দা সাত্তার মিয়া বলেন, গত ২৭ মে বাড়ির পিলার করতে গিয়ে মাটি খোঁড়ার সময় একটি মর্টারশেল পাওয়া যায়। পরে বিষয়টি বিজিবি ক্যাম্পে জানানো হয়। বিজিবির পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ৯ দিন ধরে অরক্ষিত অবস্থায় মর্টারশেলটি আমার বাড়িতেই ছিল। অবশেষে আজ দুপুরে সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন ও থানা-পুলিশের উপস্থিতিতে মর্টারশেলটি বিস্ফোরণ নিষ্ক্রিয় করা হয়।

পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টারশেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত