Ajker Patrika

বিয়ানীবাজারে হঠাৎ বেড়েছে সর্দি–জ্বরের প্রকোপ

প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২১, ২০: ১৪
বিয়ানীবাজারে হঠাৎ বেড়েছে সর্দি–জ্বরের প্রকোপ

বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজার উপজেলায় হঠাৎ বাড়ছে জ্বর-সর্দির প্রকোপ। দুই সপ্তাহ ধরে আক্রান্ত বেড়ে যাওয়ায় উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল, চিকিৎসকদের চেম্বার ও সাধারণ ফার্মেসিতে এ ধরনের রোগীর চাপ বেড়েছে। করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় এ নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত।

তবে চিকিৎসকেরা বলছেন, এটি ভাইরাসজনিত সিজনাল-ফ্লু এবং খুব ছোঁয়াচে। যে কারণে একই ঘরে একাধিক ব্যক্তি এ ফ্লুতে আক্রান্ত হচ্ছেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, গত এক সপ্তাহে তিনি হাসপাতালের বহির্বিভাগে ১২০ জনের মতো রোগী দেখেছেন। তাঁরা সবাই সিজনাল ফ্লুতে আক্রান্ত। হাসপাতালে আউটডোরে আসা রোগীদের সিংহভাগই জ্বর, সর্দি-কাশির রোগী।

এসব রোগীর মেডিকেল চেকআপে শুধু জ্বর-কাশি ছাড়া অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি।তবে অনেক ক্ষেত্রে জ্বরের সর্বোচ্চ তাপমাত্রা ১০৫ ডিগ্রি পর্যন্ত হয়। এই ফ্লুতে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে মুখে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখে রুমাল বা কনুই ব্যবহার করা এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এ চিকিৎসক।

ডা. আবু ইসহাক আরও বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে শিশু ও বয়স্কদের জন্য কিছুটা ঝুঁকি থাকে। কাশি জটিল পর্যায়ে গেলে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুরা ফ্লুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনার সংক্রমণ এখনো চলমান থাকলেও বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় আরেক বিপদের আশঙ্কার কথাও বলেন তিনি।

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, এখন যে জ্বর, সর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে এটা মৌসুমি সমস্যা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আতঙ্কের বিষয় হচ্ছে, এ ধরনের ফ্লুতে আক্রান্তদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। তাই লোকজনকে বাইরে বেরোতে হলে মাস্ক ব্যবহার এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত