হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঘোষপাড়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়ার মেয়ের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়েহলুদ চলছিল।
গায়েহলুদের আনন্দে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় পাশের লস্করপুরের আলমপুর গ্রামের কয়েক যুবক এসে উচ্চ শব্দে গান বাজানোর বিষয়ে আপত্তি জানান এবং গান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
বাগ্বিতণ্ডার জেরে শুক্রবার সকালে আলমপুর গ্রামের একদল যুবক কনের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বিয়েবাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করেন। এতে কনের মা, চাচা-চাচিসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং আরও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
হবিগঞ্জের বাহুবলে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঘোষপাড়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়ার মেয়ের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়েহলুদ চলছিল।
গায়েহলুদের আনন্দে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় পাশের লস্করপুরের আলমপুর গ্রামের কয়েক যুবক এসে উচ্চ শব্দে গান বাজানোর বিষয়ে আপত্তি জানান এবং গান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
বাগ্বিতণ্ডার জেরে শুক্রবার সকালে আলমপুর গ্রামের একদল যুবক কনের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বিয়েবাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করেন। এতে কনের মা, চাচা-চাচিসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং আরও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৬ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে