Ajker Patrika

ডাস্টবিনে কুকুর খাচ্ছিল নবজাতকের মরদেহ

সিলেট প্রতিনিধি
ডাস্টবিনে কুকুর খাচ্ছিল নবজাতকের মরদেহ

সিলেট নগরীর কুশিঘাট এলাকায় ডাস্টবিনের ভেতর এক নবজাতকের মরদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছিল একদল কুকুর। দেখতে পেয়ে স্থানীয় লোকজন কুকুর তাড়িয়ে দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহ পরান থানার পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করে দাফন করে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

পুলিশ বলছে, মঙ্গলবার বিকেলে কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশের একটি ডাস্টবিনে সদ্য ভূমিষ্ঠ, একটি মেয়ে নবজাতকের মরদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছিল একদল কুকুর। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন পুলিশের খবর দেন। খবর পেয়ে শাহ পরান থানার এসআই ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি দাফন করা হয়। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘স্থানীয় লোকজনের ধারণা অপরিপক্ব নবজাতকটির মরদেহ কেউ রাতের আঁধারে ডাস্টবিনে ফেলে গেছে। নবজাতকের মরদেহ কুকুর খাচ্ছে এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি দাফন করা হয়। এটি একটি মেয়ে নবজাতকের মরদেহ ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত