Ajker Patrika

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...

হবিগঞ্জ প্রতিনিধি
ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি কৃষক। ছবি: আজকের পত্রিকা
ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি কৃষক। ছবি: আজকের পত্রিকা

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি কৃষককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। জানা গেছে, সীমান্তে কৃষিকাজ করতে গিয়ে তাঁরা অনিচ্ছাকৃতভাবে ভারতের পশ্চিম ত্রিপুরার সিদাই এলাকায় ঢুকে পড়েন। এরপর ভারতীয় নাগরিকেরা তাঁদের চুরির অপবাদ দিয়ে ধরে মারধর করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই বাংলাদেশিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হচ্ছে এবং তাঁদের একজন ভারতীয় নিরাপত্তা সদস্যের পায়ে পড়ে সাহায্য চাইছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে। এরপর গত রোববার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এদিকে দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে ‘ভারতে অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। ওই দিনই তাদের থানায় সোপর্দ করে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগীদের স্বজনেরা দাবি করছেন, কৃষিকাজ করতে গিয়ে ভুলে সীমান্ত অতিক্রম করেছিলেন তাঁরা, কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাঁদের এমন মানবেতর পরিস্থিতির শিকার হওয়ার পর দেশে ফিরে কারাগারে পাঠানোয় হতবাক পরিবার।

এ বিষয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত