Ajker Patrika

জাতীয় গ্রিডে বিপর্যয়: ৫৬ মিনিট বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ  

নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাতীয় গ্রিডে বিপর্যয়: ৫৬ মিনিট বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ  

বিদ্যুতের দুর্ভোগ থেকে কিছুতেই নিস্তার মিলছে না সিলেটবাসীর। ঘণ্টার পর ঘণ্টা টানা লোডশেডিংয়ে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন বিদ্যুৎ ব্যবস্থায় দেখা দিয়েছে নতুন সংকট। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটার কারণে পুরো সিলেট বিভাগে ৫৬ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ সোমবার বেলা ১টা ২১মিনিট থেকে ২টা ১৭ মিনিট পর্যন্ত বিদ্যুৎহীন ছিল বিভাগের চার জেলা।

আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় দেখা দেয়। এতে জাতীয় গ্রিডের ১৩২ কেভি ২টি সার্কিট বন্ধ হয়ে পড়ে। তবে বেলা ২ টা ১৭ মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিকেল ৫টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী (বিতরণ) মো. আব্দুল কাদির।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট ২টাই বন্ধ থাকায় সমগ্র সিলেট বিভাগে বেলা ১টা ২১ মিনিট থেকে ২ টা ১৭ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ হয় বিভিন্ন এলাকায়। লোডশেডিং আগের মতোই থাকবে। পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ৫ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত