Ajker Patrika

উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান শাবিপ্রবি শিক্ষক সমিতির

শাবিপ্রবি প্রতিনিধি
উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান শাবিপ্রবি শিক্ষক সমিতির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষক সমিতির বৈঠক শেষে উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। রোববার দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা। 

বৈঠক শেষে রাত সোয়া আটটায় অডিটোরিয়ামের সামনে শিক্ষক সমিতির ৪ দফা দাবি উত্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস। 

শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে তুলসী কুমার বলেন, ‘অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি। 

শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃক্ততা না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ 

এক প্রশ্নের জবাবে তুলসী কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনকে যৌক্তিক মনে করছে বলেই তাঁরা আন্দোলন করছে। আমাদের এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে কিন্তু তাদের কাছে যৌক্তিক হতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত