Ajker Patrika

মৌলভীবাজারে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৮, শ্রমিকদের সড়ক অবরোধ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮: ৩৯
মৌলভীবাজারে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৮, শ্রমিকদের সড়ক অবরোধ

মৌলভীবাজারের জুড়ীতে সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের কমিটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে নেন তাঁরা। 

আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলা ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুড়ীতে ছাত্রলীগের মন্ত্রীর গ্রুপ হিসেবে পরিচিত সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল-সমর্থিত দুটি গ্রুপের সংঘর্ষ ঘটে। এ সময় উভয়পক্ষই দেশীয় অস্ত্রসহ দুই দিক থেকে মিছিল নিয়ে ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুই গ্রুপ দুই দিকে চলে যায়। 

এদিকে ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের সাতজনসহ বলরাম বাউরী নামে এক শ্রমিক আহত হন। সেই সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার গ্লাস ভেঙে গেলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। 

তবে এ বিষয়ে ছাত্রলীগের অপর এক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মীরা সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের এক কর্মীকে মারধর করে। এর প্রতিবাদে আজ সাহাব উদ্দিন সাবেল গ্রুপের কর্মীরা মিছিল করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মী সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কলেজ এলাকায় মিছিল করলে হুমায়ুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।’ 

তবে এ অভিযোগ অস্বীকার করে সাহাব উদ্দিন সাবেল গ্রুপের ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ বলেন, ‘আমরা কলেজ থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে শহরে আসলে, ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের নেতৃত্বে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়।’ 

এ ঘটনায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত