মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের কমিটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে নেন তাঁরা।
আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলা ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুড়ীতে ছাত্রলীগের মন্ত্রীর গ্রুপ হিসেবে পরিচিত সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল-সমর্থিত দুটি গ্রুপের সংঘর্ষ ঘটে। এ সময় উভয়পক্ষই দেশীয় অস্ত্রসহ দুই দিক থেকে মিছিল নিয়ে ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুই গ্রুপ দুই দিকে চলে যায়।
এদিকে ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের সাতজনসহ বলরাম বাউরী নামে এক শ্রমিক আহত হন। সেই সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার গ্লাস ভেঙে গেলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।
তবে এ বিষয়ে ছাত্রলীগের অপর এক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মীরা সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের এক কর্মীকে মারধর করে। এর প্রতিবাদে আজ সাহাব উদ্দিন সাবেল গ্রুপের কর্মীরা মিছিল করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মী সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কলেজ এলাকায় মিছিল করলে হুমায়ুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে সাহাব উদ্দিন সাবেল গ্রুপের ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ বলেন, ‘আমরা কলেজ থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে শহরে আসলে, ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের নেতৃত্বে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়।’
এ ঘটনায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে।’
মৌলভীবাজারের জুড়ীতে সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের কমিটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে নেন তাঁরা।
আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলা ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুড়ীতে ছাত্রলীগের মন্ত্রীর গ্রুপ হিসেবে পরিচিত সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল-সমর্থিত দুটি গ্রুপের সংঘর্ষ ঘটে। এ সময় উভয়পক্ষই দেশীয় অস্ত্রসহ দুই দিক থেকে মিছিল নিয়ে ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষই পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুই গ্রুপ দুই দিকে চলে যায়।
এদিকে ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের সাতজনসহ বলরাম বাউরী নামে এক শ্রমিক আহত হন। সেই সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার গ্লাস ভেঙে গেলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।
তবে এ বিষয়ে ছাত্রলীগের অপর এক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মীরা সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের এক কর্মীকে মারধর করে। এর প্রতিবাদে আজ সাহাব উদ্দিন সাবেল গ্রুপের কর্মীরা মিছিল করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মী সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কলেজ এলাকায় মিছিল করলে হুমায়ুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে সাহাব উদ্দিন সাবেল গ্রুপের ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ বলেন, ‘আমরা কলেজ থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে শহরে আসলে, ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের নেতৃত্বে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়।’
এ ঘটনায় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে।’
গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কোটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
১৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির
২২ মিনিট আগেসিগারেটের দাম বাড়ালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৮ মিনিট আগেদিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে