Ajker Patrika

দেশের মানুষকে যেন অধিকার চাইতে না হয়: জনপ্রশাসনসচিব

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৬: ০৪
দেশের মানুষকে যেন অধিকার চাইতে না হয়: জনপ্রশাসনসচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেসুর রহমান বলেন, ‘এ দেশ সবার, তাই সবার অধিকার সমান। দেশের মানুষকে যেন তার অধিকার চাইতে না হয়। আমরা তাদেরই সেবক হিসেবে কাজ করছি।’ আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রানু অ্যাগ্রো লিমিটেডের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মণ্ডপ পরিদর্শন শেষে রানু অ্যাগ্রোর সম্মেলনকক্ষে সৈয়দপুর শহরের বিভিন্ন উন্নয়নকল্পে মতবিনিময় সভা হয়। তাতে পৌর শহরের নানাবিধ সমস্যার সমাধান, রেলের বেদখল জমি উদ্ধার করে প্রকল্প বাস্তবায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত মেডিকেল কলেজ, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব তুলে ধরা হয়। দুই মন্ত্রণালয়ে সচিব প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াসচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, রংপুর বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেন, নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন, রানু অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত