কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘তিস্তা কোনো দেশের একক নদী না। কেউ যদি মনে করে তিস্তা কারও একক নদী, তা হবে তাদের ভুল ধারণা। কেউ যদি আমাদের বন্ধু হয়, তা হলে বর্ষায় পানি ছাড়ার আগে কেন আমাদের জানায় না।’
আজ রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার রেলসেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এ অঞ্চলের ৪৫ কিলোমিটার নদীভাঙন এলাকা। এর মধ্যে ২২ কিলোমিটারের বেশি ভাঙনপ্রবণ এলাকা। তাই আগামী মার্চের মধ্যে টেন্ডার আহ্বান করে নদীভাঙন রোধে কাজ শুরু করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি।’
সৈয়দা রিজওয়ানা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের অনেক প্রত্যাশা। কিন্তু আমাদের কাছে তেমন অর্থ নেই। তবুও নদীর পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা ঘোচাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নদী পাড়ের মানুষের দুঃখ-দুরদশা লাঘবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিগত সরকারপ্রধান বলে গেছেন, আমরা যা ভারতকে দিয়েছি, ভারত তা চিরকাল মনে রাখবে। কিন্তু ভারত মনে রাখার মতো এ দেশকে কিছুই দেয়নি। আমরা ভারতকে চাপ দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করব। তিস্তা যেন এ এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়।’
আসিফ মাহমুদ আরও বলেন, তিস্তার চরে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। ফসলের ন্যায্য মূল্য যাতে কৃষকেরা পায় সে জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ, তিস্তা নদীতে আরও একটি সেতু নির্মাণ করা হবে। উত্তরাঞ্চলে কৃষিশিল্পের বিপ্লব ঘটানো হবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘শুষ্ক মৌসুমে ভারত পানি আটকিয়ে তিস্তা মরুভূমিতে রূপান্তর করে। এ অঞ্চলের মানুষের তিস্তা নদী হওয়ার কথা আশীর্বাদ। সে নদী হয়েছে আমাদের অভিশাপ। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করছি।’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান তিনি।
রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘তিস্তা কোনো দেশের একক নদী না। কেউ যদি মনে করে তিস্তা কারও একক নদী, তা হবে তাদের ভুল ধারণা। কেউ যদি আমাদের বন্ধু হয়, তা হলে বর্ষায় পানি ছাড়ার আগে কেন আমাদের জানায় না।’
আজ রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার রেলসেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এ অঞ্চলের ৪৫ কিলোমিটার নদীভাঙন এলাকা। এর মধ্যে ২২ কিলোমিটারের বেশি ভাঙনপ্রবণ এলাকা। তাই আগামী মার্চের মধ্যে টেন্ডার আহ্বান করে নদীভাঙন রোধে কাজ শুরু করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি।’
সৈয়দা রিজওয়ানা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের অনেক প্রত্যাশা। কিন্তু আমাদের কাছে তেমন অর্থ নেই। তবুও নদীর পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা ঘোচাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নদী পাড়ের মানুষের দুঃখ-দুরদশা লাঘবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিগত সরকারপ্রধান বলে গেছেন, আমরা যা ভারতকে দিয়েছি, ভারত তা চিরকাল মনে রাখবে। কিন্তু ভারত মনে রাখার মতো এ দেশকে কিছুই দেয়নি। আমরা ভারতকে চাপ দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করব। তিস্তা যেন এ এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়।’
আসিফ মাহমুদ আরও বলেন, তিস্তার চরে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। ফসলের ন্যায্য মূল্য যাতে কৃষকেরা পায় সে জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ, তিস্তা নদীতে আরও একটি সেতু নির্মাণ করা হবে। উত্তরাঞ্চলে কৃষিশিল্পের বিপ্লব ঘটানো হবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘শুষ্ক মৌসুমে ভারত পানি আটকিয়ে তিস্তা মরুভূমিতে রূপান্তর করে। এ অঞ্চলের মানুষের তিস্তা নদী হওয়ার কথা আশীর্বাদ। সে নদী হয়েছে আমাদের অভিশাপ। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করছি।’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান তিনি।
রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে