Ajker Patrika

নীলফামারীতে স্ত্রীর মামলায় সওজ নিরাপত্তা কর্মকর্তার কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে সওজ নিরাপত্তা কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীতে সওজ নিরাপত্তা কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে স্ত্রীর করা মামলায় মো. মোজ্জাম্মেল হোসেন (৪০) এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ বি এম গোলাম রসুল এই রায় দেন। একই সঙ্গে আদালত মামলা থেকে অভিযুক্তের বাবা বেলায়েত হোসেন (৬৭) ও ভগ্নিপতি মোবারক হোসেনকে (৪৪) বেকসুর খালাস দেন।

দণ্ডিত মোজ্জাম্মেল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাশারা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর মো. গোলাম মোস্তফা সজীব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্রমতে, একই বিভাগে রংপুরে চাকরি করার সুবাদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মোছাম্মৎ মনিরা আক্তারের সঙ্গে ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ে হয় মোজ্জাম্মেল হোসেনের। তাঁদের পরিবারে এক কন্যা ও এক ছেলেসন্তান রয়েছে।

দাম্পত্য জীবনে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীর ওপর নানা নির্যাতন চালাতেন মোজ্জাম্মেল হোসেন। এরপর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে দ্বিতীয় বিয়ে করেন।

এ ঘটনায় প্রথম স্ত্রী মনিরা আক্তার আদালতে মামলা করলে ঘর-সংসার করার শর্তে আদালতে আপস-মীমাংসা করেন। ওই মীমাংসার পর আবারও যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালালে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফের আদালতে মামলা করেন স্ত্রী মনিরা আক্তার। আদালতের বিচারক দীর্ঘ শুনানির পর মঙ্গলবার এই আদেশ প্রদান করেন।

রায়ের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘মো. মোজ্জাম্মেল হোসেন এ বিভাগে নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। স্ত্রীর মামলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত