Ajker Patrika

সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ, অবরুদ্ধ ৩ গ্রামের মানুষ

গাইবান্ধা প্রতিনিধি
সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ, অবরুদ্ধ ৩ গ্রামের মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সাবগাছি হাতিয়াদহ গ্রামে এ ঘটনায় তিন গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ভুক্তভোগীরা রাস্তার ওপর নির্মাণ করা বাড়ি অপসারণের দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছে।

জানা গেছে, উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে ছাতারপাড়া পর্যন্ত একটি কাঁচা সরকারি রাস্তা রয়েছে। রাস্তাটির ওপর সাবগাছি হাতিয়াদহ নামক স্থানে স্থানীয় আকবর আলী, আব্দুল কাদের ও রাশিদুল ইসলাম পাকাবাড়ি নির্মাণ করেন। 

সাবগাছি হাতিয়াদহ গ্রামের ব্যবসায়ী রনি মিয়া জানান, রাস্তার ওপর বাড়িঘর নির্মাণ করায় পার্শ্ববর্তী ছাতারপাড়া, বিশ্বনাথপুর ও শাকপালা গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা সদরে যাতায়াতের জন্য এটি প্রধান রাস্তা। সেই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তারা সহজে উপজেলা সদরে যাতায়াত করতে পাচ্ছে না। বিকল্প রাস্তা হিসেবে বিশুবাড়ী হয়ে প্রায় ৫ কিলোমিটার সড়ক ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন তারা। 

এদিকে সরকারি রাস্তা কবর দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ আকবর আলী স্বীকার করে বলেন, ‘অন্যান্যরাও তো রাস্তা দখল করে বাড়ি করেছে। আমিও করেছি।’ 

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত