Ajker Patrika

গ্রামের নাম শুনলেই ভেঙে যায় বিয়ে, মেলে না চাকরি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১১
গ্রামের নাম শুনলেই ভেঙে যায় বিয়ে, মেলে না চাকরি

‘আমাদের গ্রামের মানুষদের সঙ্গে কেউ আত্মীয়তা করতে চায় না। মেয়ের বিয়ে দিতে গিয়ে আমাকেও এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। শত চেষ্টার পর সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে।’ এই কথাগুলো গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা ইসাহাক আলীর (৫৫)।

যে গ্রামের কথা তিনি বলছেন, সেটি ওই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। গ্রামের নাম রাইগ্রাম হলেও এলাকাসহ সারা দেশে পরিচিতি পেয়েছে ‘হেরোইন পল্লি’ নামে। ফলে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয় এলাকাবাসীকে।

গতকাল রোববার বিকেলে ওই গ্রামের চার চারমাথা মোড়ে বটতলায় আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা। স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের আয়োজনে এই মতবিনিময় সভায় ছিলেন ইসাহাক আলীসহ আরও অনেকেই।

ইসাহাক আলী রিকশাভ্যান, ইজিবাইক মেরামত করে জীবিকা নির্বাহ করেন। তাঁর চার ছেলে-মেয়ে রয়েছে। ছোট মেয়ে মাসুদা আক্তারের বিয়ে দিতে গিয়ে পড়তে হয় চরম বিপাকে। গত ১৫ আগস্ট মেয়ের বিয়ে সম্পন্ন হলেও এর আগে শুধু গ্রামের পরিচয়ের কারণে বিয়ে ভেঙেছে অন্তত শতবার। তুলনামূলক কম হলেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে অপর সন্তানদের ক্ষেত্রেও।

সভায় উপস্থিত ছিলেন একই গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া (৩৮)। তাঁর বাবার নাম হায়দার আলী। গ্রামের নামের পরিচিতির কারণে জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনিও।

ইব্রাহিম জানান, তিনি পেশায় একজন গাড়িচালক। সম্প্রতি অরিন পরিবহনে চালকের চাকরির জন্য কোম্পানির কার্যালয়ে যান। এ সময় কর্তৃপক্ষ তাঁর লাইসেন্সসহ যাবতীয় বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। কিন্তু যখন বাড়ির ঠিকানা জানতে পারেন, ঠিক তখনই বাধে বিপত্তি। তিনি গাড়ি চালানোর ফাঁকে মাদক পরিবহন করবেন সন্দেহে তাঁকে নিয়োগ বঞ্চিত করা হয় বলে জানান তিনি।

এ সভায় বক্তারা বলেন, এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগেও এমন উদ্যোগ গ্রহণ করা হলেও নিজেদের মধ্যে নৈতিকতার অভাব থাকায় কাঙ্ক্ষিত সুফল মেলেনি।

তাঁরা আরও বলেন, অতীতে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের পর অনেক নেতা তাঁদের ছাড়াতে তদবির করেছেন। কিন্তু বর্তমানে কোনো দল সরকারে সেই, তাই সে সুযোগ এবার থাকছে না।

সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মতিন মোহাম্মদ। বক্তব্য  দেন পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন, রাইগ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম, সোহান মিয়া ও সাদ্দাম হোসেন। সভার সঞ্চালনা করেন মো. গোলজার রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত