Ajker Patrika

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছেন ১০৯৭ জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছেন ১০৯৭ জন

এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী সৈয়দপুরের ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩, ব্যবসায় শিক্ষায় ৪৭ এবং মানবিক বিভাগে ১১৭ জন। আর তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে–ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪১০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪, মানবিকে ৫৯ ও ব্যবসায় শিক্ষায় ১৭ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। আর তিন বিভাগে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এদের মধ্যে বিজ্ঞানে ১৩৯, মানবিকে ১৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৩২, মানবিকে ২২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন। পঞ্চম অবস্থানে সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫, মানবিকে ৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন।

এ ছাড়া সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে ১৮ জন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৮ জন, কামারপুকুর ডিগ্রি কলেজ থেকে ৫ জন, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪ জন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ফলাফল বিষয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানগতভাবে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা করব জয়।

আমরা মূলত শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে থাকি। আজকের এই ফলাফলই হচ্ছে শিক্ষার্থীদের সেই স্বপ্নেরই বাস্তবায়ন। আজকের কৃতিত্বপূর্ণ ফলাফলের অবদান সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত