Ajker Patrika

নিখোঁজের তিন দিন পর বাংলাদেশি নারীর লাশ ফেরত দিল ভারত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২০: ৫২
নিখোঁজের তিন দিন পর বাংলাদেশি নারীর লাশ ফেরত দিল ভারত

নিখোঁজের তিন দিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্ত দিয়ে মমিনা খাতুন (৩০) নামের এক বাংলাদেশি নারীর লাশ ফেরত দিয়েছে ভারত। 
মমিনা খাতুন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তের ৮৮১ নম্বর প্রধান পিলার ও ১১ নম্বর উপপিলারের কাছে জুগিটারী সীমান্তে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ ও বিএসএফ। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার, মাথাভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান উপস্থিত ছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট নিখোঁজ হন মমিনা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলকুচি নদী এলাকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে মমিনার স্বজনেরা ভারতে বসবাসকারী আত্মীয়দের খবর দেন। তাঁরা শীতলকুচি এলাকার মহেশমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। এ নিয়ে ৭ আগস্ট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরদিন (মঙ্গলবার) সন্ধ্যায় লাশ বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মমিনার ভাই আব্দুল খালেক বলেন, ‘আমার বোনের মানসিক সমস্যা ছিল। গত ৫ তারিখ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ভারতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে ওই দেশে থাকা স্বজনদের মাধ্যমে খোঁজ নিয়ে বোনের লাশ শনাক্ত করি। বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে কাগজপত্র জমা দিয়ে তিন দিন পর লাশ পেয়ে রাতই দাফন করি। আমাদের ধারণা সে পাটগ্রাম উপজেলার খারিজা জোংড়া যুগিটারী সীমান্ত লাগোয়া ধরলা নদীতে পড়ে নিখোঁজ হয়।’ 

পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান জানান, বিএসএফের কাছ থেকে লাশ বুঝে নিয়ে রাতেই ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত