আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর প্রকৃত জেলেদের বাদ দিয়ে অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সম্প্রতি ১২৮টি পুকুর ইজারা দেওয়া দরপত্র আহ্বান করে। পরে মামলায় জটিলতা থাকা ২৪টি ইজারা স্থগিত করে ৮৯টি পুকুর ইজারা দেওয়া হয়। জলমহাল ব্যবস্থাপনা কমিটি উৎকোচ নিয়ে গোপনে ভুয়া ১৭টি মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে ১৩টি সমিতির নামে ১৬টি পুকুর ইজারা দিয়েছেন। এ ছাড়া ১৭টি পুকুর ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলেও কাগজপত্র জালিয়াতিসহ নানা অনিয়ম-দুর্নীতি করে ৮৯টি পুকুর ইজারা দিয়েছেন জলমহাল কমিটি। এতে অন্তত কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে জলমহাল কমিটির বিরুদ্ধে। এসব বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ছয় সদস্যবিশিষ্ট জলমহাল ইজারা কমিটির আহ্বায়ক ইউএনও, সদস্যসচিব এসিল্যান্ড, সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সমাজসেবা ও মহিলাবিষয়ক কর্মকর্তা।
অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি করে জলমহাল ইজারা দেওয়ার অভিযোগ এনে ছোপনাল, সাজা মিয়া ও রবাত আলী নামের কয়েকজন জেলে গত ১৮ মার্চ রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
পূর্ব দইহারা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. শাহিন মিয়া বলেন, ‘বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলায় যে সব মৎস্য সমবায় সমিতিকে পুকুর লিজ দেওয়া হয়েছে, সে সব সমিতি অবৈধ।’ এ দিকে অভিযোগ উঠেছে, তিন একরের বেশি আয়তনের পুকুর ইজারা দেওয়া হয় ৫০-৫৫ হাজার টাকায়। হাতবদলে ওই পুকুর ইজারা হয় ৭-৮ লাখ টাকায়।
সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. আসাদুজ্জামান বলেন, সব বিধিবিধান মেনে পুকুর ইজারা দেওয়া হয়েছে। ভুয়া সমিতিকে পুকুর ইজারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে এসব পুকুর ইজারা দেওয়া হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের বলেন, ‘উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আমাকে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি সেভাবেই কাজ করেছেন। কোনো অনিয়ম হয়ে থাকলে সে দায়ভার আমার নয়।’
এ দিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ডিসির কাছে অভিযোগ করতে বলেছেন।
জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘ইউএনও এমন কাজ করতে পারেন না। তবে বিষয়টি খতিয়ে দেখব।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর প্রকৃত জেলেদের বাদ দিয়ে অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সম্প্রতি ১২৮টি পুকুর ইজারা দেওয়া দরপত্র আহ্বান করে। পরে মামলায় জটিলতা থাকা ২৪টি ইজারা স্থগিত করে ৮৯টি পুকুর ইজারা দেওয়া হয়। জলমহাল ব্যবস্থাপনা কমিটি উৎকোচ নিয়ে গোপনে ভুয়া ১৭টি মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে ১৩টি সমিতির নামে ১৬টি পুকুর ইজারা দিয়েছেন। এ ছাড়া ১৭টি পুকুর ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলেও কাগজপত্র জালিয়াতিসহ নানা অনিয়ম-দুর্নীতি করে ৮৯টি পুকুর ইজারা দিয়েছেন জলমহাল কমিটি। এতে অন্তত কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে জলমহাল কমিটির বিরুদ্ধে। এসব বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ছয় সদস্যবিশিষ্ট জলমহাল ইজারা কমিটির আহ্বায়ক ইউএনও, সদস্যসচিব এসিল্যান্ড, সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সমাজসেবা ও মহিলাবিষয়ক কর্মকর্তা।
অনিয়ম করে মৎস্য সমবায় সমিতি করে জলমহাল ইজারা দেওয়ার অভিযোগ এনে ছোপনাল, সাজা মিয়া ও রবাত আলী নামের কয়েকজন জেলে গত ১৮ মার্চ রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
পূর্ব দইহারা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. শাহিন মিয়া বলেন, ‘বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলায় যে সব মৎস্য সমবায় সমিতিকে পুকুর লিজ দেওয়া হয়েছে, সে সব সমিতি অবৈধ।’ এ দিকে অভিযোগ উঠেছে, তিন একরের বেশি আয়তনের পুকুর ইজারা দেওয়া হয় ৫০-৫৫ হাজার টাকায়। হাতবদলে ওই পুকুর ইজারা হয় ৭-৮ লাখ টাকায়।
সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. আসাদুজ্জামান বলেন, সব বিধিবিধান মেনে পুকুর ইজারা দেওয়া হয়েছে। ভুয়া সমিতিকে পুকুর ইজারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে এসব পুকুর ইজারা দেওয়া হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের বলেন, ‘উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আমাকে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি সেভাবেই কাজ করেছেন। কোনো অনিয়ম হয়ে থাকলে সে দায়ভার আমার নয়।’
এ দিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ডিসির কাছে অভিযোগ করতে বলেছেন।
জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘ইউএনও এমন কাজ করতে পারেন না। তবে বিষয়টি খতিয়ে দেখব।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে