নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর নির্যাতনে স্ত্রী কবিতা রানি শর্মার (৩৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে থানায় হত্যা মামলা হওয়ার পর স্বামী সুবাস চন্দ্র শীলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ২০০২ সালে ডোমারের চিলাই নাপিতপাড়া গ্রামের সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ফুলতলা গ্রামের মৃত বীরেন শর্মার মেয়ে কবিতা রানি শর্মার বিয়ে হয়। তাদের সংসারে জীবন চন্দ্রশীল নামে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই সনাতন শর্মার (২২) অভিযোগ, ‘‘বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ভগ্নিপতি সুবাস চন্দ্র শীল আমার বোন কবিতাকে প্রায় সময়ে মারপিট করতেন। গতকাল বৃহস্পতিবার আবারও আমাদের কাছে যৌতুকের ৫০ হাজার টাকা দাবি করেন। আমাদের পরিবার থেকে ওই টাকা দিতে অপারগতা জানাই। অবশেষে বোন কবিতা একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ করে দিতে চায়। কিন্তু সুবাসের দাবি ৫০ হাজার টাকা।
‘এরপর বেলা ১১টার দিকে গলা টিপে ধরে আমার বোনকে কিল-ঘুষিসহ বেদম মারপিট করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করেছি।’
ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জেনেছি সুবাস তার স্ত্রীকে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলতে বললে তার স্ত্রী ৩৫ হাজার টাকার বেশি নিতে অপারগতা জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে স্ত্রীকে মারধর করে সুবাস। সন্ধ্যার দিকে কবিতা রানি ঘরের মধ্যে ছটফট করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুবাসের পরিবার দাবি করেছে কবিতা বিষ পানে আত্মহত্যা করেছেন।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী বলেন, গৃহবধূর মৃত্যুর পর দেবীগঞ্জ এলাকা থেকে রাতে সুবাসকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সনাতন শর্মা বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামী সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর নির্যাতনে স্ত্রী কবিতা রানি শর্মার (৩৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে থানায় হত্যা মামলা হওয়ার পর স্বামী সুবাস চন্দ্র শীলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ২০০২ সালে ডোমারের চিলাই নাপিতপাড়া গ্রামের সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ফুলতলা গ্রামের মৃত বীরেন শর্মার মেয়ে কবিতা রানি শর্মার বিয়ে হয়। তাদের সংসারে জীবন চন্দ্রশীল নামে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই সনাতন শর্মার (২২) অভিযোগ, ‘‘বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ভগ্নিপতি সুবাস চন্দ্র শীল আমার বোন কবিতাকে প্রায় সময়ে মারপিট করতেন। গতকাল বৃহস্পতিবার আবারও আমাদের কাছে যৌতুকের ৫০ হাজার টাকা দাবি করেন। আমাদের পরিবার থেকে ওই টাকা দিতে অপারগতা জানাই। অবশেষে বোন কবিতা একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ করে দিতে চায়। কিন্তু সুবাসের দাবি ৫০ হাজার টাকা।
‘এরপর বেলা ১১টার দিকে গলা টিপে ধরে আমার বোনকে কিল-ঘুষিসহ বেদম মারপিট করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর অসুস্থ হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করেছি।’
ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জেনেছি সুবাস তার স্ত্রীকে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলতে বললে তার স্ত্রী ৩৫ হাজার টাকার বেশি নিতে অপারগতা জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে স্ত্রীকে মারধর করে সুবাস। সন্ধ্যার দিকে কবিতা রানি ঘরের মধ্যে ছটফট করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুবাসের পরিবার দাবি করেছে কবিতা বিষ পানে আত্মহত্যা করেছেন।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী বলেন, গৃহবধূর মৃত্যুর পর দেবীগঞ্জ এলাকা থেকে রাতে সুবাসকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সনাতন শর্মা বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামী সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে