গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বড় ভাইকে হত্যার ঘটনায় মো. আরিফ বিল্লাহ (৩৬) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আরিফ বিল্লাহ জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আবদুস ছাত্তার মণ্ডলের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ার আরিফ বিল্লাহ সঙ্গে তাঁর মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে আরিফের সঙ্গে তাঁর বড় ভাই শহিদুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। তাতে গুরুতর অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।
পরদিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় আরিফ বিল্লাহকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ এবং আসামিপক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।
বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, সেই রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, ‘এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, সেখানে আমরা ন্যায়বিচার পাব।’
গাইবান্ধায় বড় ভাইকে হত্যার ঘটনায় মো. আরিফ বিল্লাহ (৩৬) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আরিফ বিল্লাহ জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আবদুস ছাত্তার মণ্ডলের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ার আরিফ বিল্লাহ সঙ্গে তাঁর মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে আরিফের সঙ্গে তাঁর বড় ভাই শহিদুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। তাতে গুরুতর অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।
পরদিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় আরিফ বিল্লাহকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ এবং আসামিপক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।
বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, সেই রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, ‘এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, সেখানে আমরা ন্যায়বিচার পাব।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১৪ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে