পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ, বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, আজ শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকাডাবরী গ্রামের পকেট এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় উভয় দেশের সীমান্তের ৮৪৮ নম্বর প্রধান পিলার ও উপপিলার ৯-এর কাছে চার-পাঁচজনের একটি দল গরু ও অন্যান্য সামগ্রী পারাপারের চেষ্টা করতে থাকে।
এ সময় ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি যুবক আবুল কালামের বুকের ডান দিকে গুলি লেগে তা বের হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আবুল কালামের সহযোগীরা তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কাউয়ামারি বাজারের সড়কে তাঁর মৃত্যু হয়। নিহত আবুল কালাম শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম নিহত হয়েছেন। তাঁদের বাড়িতে গিয়েছিলাম। কালাম অবিবাহিত। তাঁর বাবা মৃত অপির উদ্দিন।’
নিহত আবুল কালামের মা মমতা বেগম বলেন, ‘কিছুদিনের মধ্যে কালামের বিয়ের কথা ছিল। কী কারণে বা অপরাধে বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করল? আমি এই হত্যার বিচার চাই।’
ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম নামে এক চোরাকারবারি নিহত হয়েছে শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে পাঠাবে জেনেছি। নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়া হয়েছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, ‘সীমান্তে আহত যুবক আবুল কালামকে হাসপাতালে আনার পথে মারা যায়। লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ, বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, আজ শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকাডাবরী গ্রামের পকেট এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় উভয় দেশের সীমান্তের ৮৪৮ নম্বর প্রধান পিলার ও উপপিলার ৯-এর কাছে চার-পাঁচজনের একটি দল গরু ও অন্যান্য সামগ্রী পারাপারের চেষ্টা করতে থাকে।
এ সময় ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি যুবক আবুল কালামের বুকের ডান দিকে গুলি লেগে তা বের হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আবুল কালামের সহযোগীরা তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কাউয়ামারি বাজারের সড়কে তাঁর মৃত্যু হয়। নিহত আবুল কালাম শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম নিহত হয়েছেন। তাঁদের বাড়িতে গিয়েছিলাম। কালাম অবিবাহিত। তাঁর বাবা মৃত অপির উদ্দিন।’
নিহত আবুল কালামের মা মমতা বেগম বলেন, ‘কিছুদিনের মধ্যে কালামের বিয়ের কথা ছিল। কী কারণে বা অপরাধে বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করল? আমি এই হত্যার বিচার চাই।’
ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম নামে এক চোরাকারবারি নিহত হয়েছে শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে পাঠাবে জেনেছি। নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়া হয়েছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, ‘সীমান্তে আহত যুবক আবুল কালামকে হাসপাতালে আনার পথে মারা যায়। লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১৩ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৪ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩২ মিনিট আগে