পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ সন্ধ্যায় ঢাকার
৬ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় শরীফ তফাদার হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ঢাকার শ্যামপুর থেকে বাবুল আকন (২২) নামের ওই আসামিকে আটক করে পুলিশ। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই নুর আমিনের টিম তাঁকে আটক করে।
৮ মিনিট আগেসন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ওসমানেরা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে। শামীম ওসমানের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে যাচ্ছে। ওসমান পরিবার ও তাদের ক্যাডারদের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান এখন নতুন দখলদারদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নতুন নতুন চাঁদাবাজ,
১৫ মিনিট আগেমেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর (৮৫) দাফন সিলেটে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মানিকপীরের টিলায় দাফন করা হয়।
২২ মিনিট আগে