Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৌশলী কাওছারের পারিবারিক কবরস্থানে দাফন

পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ২০: ১২
সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৌশলী কাওছারের পারিবারিক কবরস্থানে দাফন

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বির দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড়গাড়ামারা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বাড়ির পাশের পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কাওছার আহম্মেদ ওই গ্রামের স্থানীয় একটি ফাজিল মাদ্রাসার অফিস সহকারী সেকেন্দার আলীর ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রাব্বি তৃতীয় ছিলেন। 

এদিকে, কাওছার আহম্মেদের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা, ভাই-বোনসহ ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিলুফা ইয়াসমিন নীলা। দেড় বছর বয়সী একমাত্র ছেলে কিয়ান আহম্মেদ নাসিককে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না কেউই। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিজ গ্রামের পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের গ্রাম সরদারহাট উচ্চবিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে পড়াশোনা করে গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ থেকে এইচএসসি পাস করেন কাওছার আহম্মেদ। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরে পরমাণু শক্তি কমিশনে প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি। 

নিহত ব্যক্তির শ্বশুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা নূরুন্নবী বলেন, রাব্বির স্ত্রী নিলুফা ইয়াসমিন নীলা ৯ মাসের অন্তঃসত্ত্বা। আগামী বৃহস্পতিবার তাঁর সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ও বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বি তাঁর কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত