গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাটির দুই যাত্রী আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলা শহরের বোয়ালিয়া এলাকার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।
আহত যাত্রীরা হলেন শামছুল হক ও আশরাফুল ইসলাম। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বোয়ালিয়া থেকে দুজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে যাত্রীসহ চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছনে থেকে রাজশাহীগামী সাথী নামের আরেকটি বাস এসে রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাস দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই দুই চালক ও তাঁদের সহকারীরা পালিয়েছেন। মিলনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাটির দুই যাত্রী আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলা শহরের বোয়ালিয়া এলাকার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।
আহত যাত্রীরা হলেন শামছুল হক ও আশরাফুল ইসলাম। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বোয়ালিয়া থেকে দুজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে যাত্রীসহ চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছনে থেকে রাজশাহীগামী সাথী নামের আরেকটি বাস এসে রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাস দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই দুই চালক ও তাঁদের সহকারীরা পালিয়েছেন। মিলনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে