Ajker Patrika

গাইবান্ধায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা জেলায় ১ লাখ ৬৩ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের এলজিইডি ভবনের মিলনায়তনে ‘জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪-এর অবহিতকরণ’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। ইউনিসেফের সহযোগিতায় এ অবহিতকরণ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। 

সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জেলার ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নির্দিষ্ট কিছু পয়েন্টে এ টিকা দেওয়া হবে। 

সভায় আরও জানানো হয়, এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রচারাভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ইউনিসেফের সহযোগিতায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ও মাইকিং কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা তথ্য অফিস। এ সময় গাইবান্ধা জেলায় বিভিন্ন স্কুলে ও বিভিন্ন জনবসতি এলাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অরিয়েন্টেশন দেওয়া হয়। 

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক শরিফুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান তৌফিক আহমেদ, ইউনিসেফ বাংলাদেশের হেলথ অফিসার ডা. বিকাশ সাহা, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর। এ ছাড়াও জেলা সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা স্কাউটস ও উপজেলা স্কাউটসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত