Ajker Patrika

গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি, মেশিনম্যানসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি, মেশিনম্যানসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা শহরের বাঁধন প্রেস নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মেশিনম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া ৭০০ কেজি প্রেসের প্লেটও উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুলাহ আল মামুন। 

গ্রেপ্তার কাফিউজ্জামান রেজভী (২৮) বাঁধন প্রেসের মেশিনম্যান। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাসিন্দা। অন্যজন একই উপজেলার কাজীপাড়া গ্রামের মো. রাশেদ (২৩)। 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রেজভী ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে গতকাল বুধবার রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেপ্তার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরোনো ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়। 

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন মেশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম. এম মাহবুবে সোবাহানী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত