Ajker Patrika

পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টা ধাওয়া, ৫ বাস-ট্রাক ভাঙচুর 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টা ধাওয়া, ৫ বাস-ট্রাক ভাঙচুর 

বিএনপির হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্প ট্রাক ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে। 

বাস ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীতপুলিশ জানায়, সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালানো হয়। এরপর রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্প ট্রাকে ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। 

ভাঙচুর করা ট্রাক। ছবি: সংগৃহীতবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ালশেল ছোড়া হয়। এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত