রংপুর প্রতিনিধি
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত, বেশি বদলে গেছে। গ্রামের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে, সে জন্য সব ধরনের সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট এবং কাজ করে যাচ্ছে।
আজ সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শিক্ষা খাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষাসহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।
স্পিকার বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। ১৮ বছরের আগে যেন কোনো মেয়ের বিয়ে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে নারীর অগ্রগতি নিয়ে স্পিকার বলেন, নারীদের সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক সচ্ছলতার বিশেষ উপায় বলে উল্লেখ্য করে শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।
এর আগে আজ সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে সড়কপথে পীরগঞ্জে পৌঁছান তিনি। এ সময় পীরগঞ্জে সদর ইউনিয়নের দুবরাজপুর গাছুপাড়া, মণ্ডলপাড়া, হিলি কাঠালেরতল, বাওয়ার আমেরতলে পথসভা ও তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিভিন্ন উপকার ভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত, বেশি বদলে গেছে। গ্রামের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে, সে জন্য সব ধরনের সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট এবং কাজ করে যাচ্ছে।
আজ সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শিক্ষা খাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষাসহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।
স্পিকার বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। ১৮ বছরের আগে যেন কোনো মেয়ের বিয়ে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে নারীর অগ্রগতি নিয়ে স্পিকার বলেন, নারীদের সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক সচ্ছলতার বিশেষ উপায় বলে উল্লেখ্য করে শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।
এর আগে আজ সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে সড়কপথে পীরগঞ্জে পৌঁছান তিনি। এ সময় পীরগঞ্জে সদর ইউনিয়নের দুবরাজপুর গাছুপাড়া, মণ্ডলপাড়া, হিলি কাঠালেরতল, বাওয়ার আমেরতলে পথসভা ও তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিভিন্ন উপকার ভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে