Ajker Patrika

গাইবান্ধায় গোডাউন-দোকান পুড়ে ৭ কোটি টাকার ক্ষতি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১: ১৭
গাইবান্ধায় গোডাউন-দোকান পুড়ে ৭ কোটি টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি হাটে আগুনে আট গোডাউন ও দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালীবাড়ি হাটের ওই মার্কেটের আলআমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসল্লিরা। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে মার্কেটের আটটি দোকান-গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, আল-আমিনের চালের আড়ত, রঞ্জুর ওষুধের দোকান ও গুদাম, আলমের ক্রোকারিজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, ছামছুলের কাপড়ের দোকান, আ. জব্বার ও আলআমিন নামে অপর একজনের চানাচুর-বিস্কুটের গুদাম। এতে অন্তত ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

মশিউর রহমান আরও জানান, এই মুহূর্তে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত