গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন সাকলাইন সবুজ প্রামাণিক (২৯) নামে এক খিলি পান বিক্রেতা। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ভোটের প্রচারের প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে সাকলাইন সবুজ প্রামাণিক আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, আমি নির্বাচন করব। কারণ, ভারতের নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছা শক্তি থেকে আমি নির্বাচনে আসছি।’
সবুজ প্রামাণিক বলেন, ‘জনগণ আমার পাশে আছে—এটাই আমার বড় পাওয়া। আর আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি একবার সংসদে যাব। আমার এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যাটা বেশি, কর্মসংস্থান নাই বললে চলে, সেখানে আমি নির্বাচিত হয়ে যদি গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি—এই থেকে আমার নির্বাচনে আসা।’
তিনি আরও বলেন, ‘দল থেকে সবকিছু কাগজ দিয়ে দিচ্ছে। দল আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সে জন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই। এখন আমার এখানে যে কাগজ লাগবে, সেগুলো রেডি করতেছি।’
গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল আজকের পত্রিকাকে বলেন, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
তিনি আরও বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন সাকলাইন সবুজ প্রামাণিক (২৯) নামে এক খিলি পান বিক্রেতা। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ভোটের প্রচারের প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে সাকলাইন সবুজ প্রামাণিক আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, আমি নির্বাচন করব। কারণ, ভারতের নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছা শক্তি থেকে আমি নির্বাচনে আসছি।’
সবুজ প্রামাণিক বলেন, ‘জনগণ আমার পাশে আছে—এটাই আমার বড় পাওয়া। আর আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি একবার সংসদে যাব। আমার এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যাটা বেশি, কর্মসংস্থান নাই বললে চলে, সেখানে আমি নির্বাচিত হয়ে যদি গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি—এই থেকে আমার নির্বাচনে আসা।’
তিনি আরও বলেন, ‘দল থেকে সবকিছু কাগজ দিয়ে দিচ্ছে। দল আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সে জন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই। এখন আমার এখানে যে কাগজ লাগবে, সেগুলো রেডি করতেছি।’
গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল আজকের পত্রিকাকে বলেন, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
তিনি আরও বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২৩ মিনিট আগে