Ajker Patrika

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশের হেফাজতে স্বামী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৬: ২৬
সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশের হেফাজতে স্বামী

নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

নিহত বর্ণা আক্তার বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার বাদশা মিয়ার স্ত্রী। তিনি নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে। 

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। তিনি বলেন, ‘এই ঘটনায় বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে বর্ণা আক্তারের পারিবারিকভাবে দুই বছর আগে বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বর্ণা তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন এ সময়ে হঠাৎ কল কেটে যায়। পরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলে বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মধ্যরাতে বর্ণা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে স্বজনেরা জানতে পারে তিনি মারা গেছেন। পরে তাঁরা ছুটে এসে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’ এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত