সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
চলমান গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) সাঘাটা উপজেলার বগারভিটা কেন্দ্রে চার প্রার্থী একত্রিত হয়ে এই ঘোষণা দেন।
এ সময় তাঁরা আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, ইভিএমে জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানান। পাশাপাশি ফের তফসিল ঘোষণা করে নতুন করে ভোটগ্রহণের দাবিও জানান তাঁরা।
এদিকে বিভিন্ন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। হাবিবুল আউয়াল বলেন, ‘ঢাকা থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণের সময় আমাদের কাছে যে কয়কটি কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ন্ত্রণহীন মনে হয়েছে, সেগুলোতে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, আমরা দেখেছি, কয়েক কেন্দ্রে একজনের ভোট আরেকজন দিচ্ছে। গোপন কক্ষেও একাধিক লোকের উপস্থিতি লক্ষ করা গেছে। সব মিলিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’
১৪৫ কেন্দ্রের মধ্যে ৪৪টিতে ভোটগ্রহণ বন্ধ করায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে সিইসি জানান, এখন মাত্র ১২টা বাজে। আরও সময় আছে। দেখা যাক পরিস্থিতি কী হয়। এরপর ব্যবস্থা নেব।
এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ভোটগ্রহণ শুরু হয়। এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আসনটিতে ভোট দিচ্ছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
চার স্তরের নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে সাইফুল ইসলাম জানান, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোটের মাঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৯টি টিম, চার প্লাটুন বিজিবি ও পাঁচটি সাদা পোশাকের স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছে। তা ছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে আছেন। এ ছাড়া ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার আওতায় থাকছে সবগুলো ভোটকেন্দ্র বলেও জানান তিনি।
গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টিসহ মোট ১৭টি ইউনিয়ন মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।
এই উপনির্বাচনে সাঘাটা উপজেলায় ৮৮টি এবং ফুলছড়ি উপজেলায় ৫৭টিসহ মোট ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন:
চলমান গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) সাঘাটা উপজেলার বগারভিটা কেন্দ্রে চার প্রার্থী একত্রিত হয়ে এই ঘোষণা দেন।
এ সময় তাঁরা আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, ইভিএমে জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানান। পাশাপাশি ফের তফসিল ঘোষণা করে নতুন করে ভোটগ্রহণের দাবিও জানান তাঁরা।
এদিকে বিভিন্ন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। হাবিবুল আউয়াল বলেন, ‘ঢাকা থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণের সময় আমাদের কাছে যে কয়কটি কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ন্ত্রণহীন মনে হয়েছে, সেগুলোতে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, আমরা দেখেছি, কয়েক কেন্দ্রে একজনের ভোট আরেকজন দিচ্ছে। গোপন কক্ষেও একাধিক লোকের উপস্থিতি লক্ষ করা গেছে। সব মিলিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’
১৪৫ কেন্দ্রের মধ্যে ৪৪টিতে ভোটগ্রহণ বন্ধ করায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে সিইসি জানান, এখন মাত্র ১২টা বাজে। আরও সময় আছে। দেখা যাক পরিস্থিতি কী হয়। এরপর ব্যবস্থা নেব।
এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ভোটগ্রহণ শুরু হয়। এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আসনটিতে ভোট দিচ্ছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
চার স্তরের নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে সাইফুল ইসলাম জানান, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোটের মাঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৯টি টিম, চার প্লাটুন বিজিবি ও পাঁচটি সাদা পোশাকের স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছে। তা ছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে আছেন। এ ছাড়া ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার আওতায় থাকছে সবগুলো ভোটকেন্দ্র বলেও জানান তিনি।
গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টিসহ মোট ১৭টি ইউনিয়ন মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।
এই উপনির্বাচনে সাঘাটা উপজেলায় ৮৮টি এবং ফুলছড়ি উপজেলায় ৫৭টিসহ মোট ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে