Ajker Patrika

রৌমারী সীমান্তে ২১ রোহিঙ্গা ও ৯ বাংলাদেশিকে বিএসএফের পুশব্যাক

কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারী ও ভূরঙ্গামারী সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
রৌমারী ও ভূরঙ্গামারী সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তপথে ভারতে অবস্থান করা ২১ জন রোহিঙ্গা ও ৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। গতকাল মঙ্গলবার গভীর রাতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তাঁদের পুশব্যাক করে বিএসএফ। পরে তাঁদের আটক করে বিজিবি ও রৌমারী থানা–পুলিশ। আজ বুধবার দুপুরে জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা রোহিঙ্গাসহ ৩০ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রৌমারী বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া বিএসএফ সদস্যরা গতকাল গভীর রাতে ২১ জন রোহিঙ্গাসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশব্যাক করে। তাঁদের মধ্যে বিজিবির টহল দল ২৭ জনকে আটক করে। এ ছাড়া রৌমারী থানা–পুলিশ উপজেলার কর্তিমারী এলাকা থেকে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিদের বরাতে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকেরা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি লকড়া সেন্ট্রাল কারাগারে আটক ছিলেন। পরে তাঁদের আসাম রাজ্যের গোয়ালপাড়া মাটিয়াল ডিটেনশন ক্যাম্পে আটক রেখে সমস্ত তথ্য–প্রমাণ কেড়ে নেওয়া হয়। গতকাল দক্ষিণ শালমারা মাইনকারচর শাহপাড়া বিএসএফ রাতের আঁধারে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করে।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘আমরা আটক ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই–বাছাই করছি। পরে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

অন্যদিকে জেলার ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি সীমান্তপথে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকা নারী–শিশুসহ ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। তারা সবাই কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে দালালদের সহায়তায় ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি বাজারের কাছে জড়ো হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, তারা দালালের মাধমে উখিয়া থেকে ভূরুঙ্গামারী সীমান্তে এসেছে। তাদের উন্নত দেশে পাঠানোর কথা বলে দালালরা এখানে নিয়ে এসেছে বলে জানিয়েছে। পরে তাদের ফেলে দালালরা পালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত