Ajker Patrika

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২, আহত ৫ 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৮
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২, আহত ৫ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় আহত স্কুলশিক্ষক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই। 

আজ সোমবার সকালে উপজেলার সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। 

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৫০), রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)। 

আহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জে মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া ও কলাকাটা হামচাপুর শাহআলম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ছয় যাত্রী অটোরিকশায় করে কোচাশহর বাজার থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি পৌর শহরের সোনারপাড়া এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই দুলালী বেগম মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ মোট ছয়জন আহত হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তবে রুবেলের অবস্থায় গুরুতর হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বেলা একটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত