লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে মার্কেটে আগুন লেগে ১৪ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারী মার্কেটে এই ঘটনা ঘটে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওয়াদুল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে পাটোয়ারী মার্কেটে আগুন লাগে। পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের তিনটি গুদামসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়।
ক্ষতিগ্রস্ত একটি কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী বলেন, আমার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।
মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি কাপড়ের দোকানেই প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে যায়। এ ছাড়া একটি প্রসাধনীর দোকান, কীটনাশকের দোকান, একটি মুদির দোকান, টেইলার্স, তিনটি গোডাউনসহ ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
লালমনিরহাটে মার্কেটে আগুন লেগে ১৪ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারী মার্কেটে এই ঘটনা ঘটে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওয়াদুল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে পাটোয়ারী মার্কেটে আগুন লাগে। পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের তিনটি গুদামসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়।
ক্ষতিগ্রস্ত একটি কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী বলেন, আমার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।
মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি কাপড়ের দোকানেই প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে যায়। এ ছাড়া একটি প্রসাধনীর দোকান, কীটনাশকের দোকান, একটি মুদির দোকান, টেইলার্স, তিনটি গোডাউনসহ ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে