Ajker Patrika

কালাইয়ে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর রাস্তা সংস্কার

প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫: ০১
কালাইয়ে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর রাস্তা সংস্কার

জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কে বানদীঘি নামক স্থানে স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে নিজেরাই সংস্কারকাজ শুরু করেন।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ থেকে ট্রলারে করে ইট-বালু এনে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করছে তারা। বানদীঘি গ্রামে অবস্থিত রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে নিজেদের মধ্যে চাঁদা তুলে এ কাজ করা হয়। ওই সংগঠনের পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ৪০-৪৫ জন ছাত্র এ কাজে অংশগ্রহণ করে।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। ১৯৯৯ সালে রাস্তা পাকা করা হয়। কিন্তু অনেক বছর যাবৎ রাস্তা সংস্কার না করায় অনেক জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সমস্যা নিরসনের জন্য একদল তরুণ এগিয়ে আসেন। 

বানদীঘি গ্রামের রকিবুল হাসান জানান, মাত্রাই থেকে রাজাবিরাটে যাওয়ার রাস্তা অনেক বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম সড়ক হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এই রাস্তায় গর্ত সৃষ্টির কারণে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এমতাবস্থায় বানদীঘি গ্রামের রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে একদল তরুণ নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে রাস্তা সংস্কার করেন। 

এ ঘটনার পর আজ শুক্রবার সকাল থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার জানান, রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) হওয়ায় ইট, বালু, খোয়া দিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে। 

জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তা ইট, বালু, খোয়া ও বিটুমিন পাথর ব্যবহার করে সংস্কার করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত