Ajker Patrika

গোবিন্দগঞ্জে ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের বর্ধনকুঠি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

যুবকের নাম—মিঠুন সরকার (২৫)। তিনি জয়পুরহাট জেলার পূর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। মিঠুন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় ওই বাসার একটি রুম থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এ সময় বাসার মালিক আজহার আলী ভাড়াটিয়া মিঠুন সরকারের খোঁজ নিতে যান। সেখানে ঘরের সব দরজা-জানালা বন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পায় পুলিশ। ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত