কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।
এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।
নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’
ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।
এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।
নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’
ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা–শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার উপজেলার রাজঘাট চা–বাগানের নাট মণ্ডপ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ মিনিট আগেরাজারহাটে জামায়াতের সহযোগী সংগঠনের এক নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’ ও তাঁর দলকে (জামায়াত) নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধ ও এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চানমনিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কোন জায়গায় যাবে সেটি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি করিডর দিতে চাচ্ছেন? আপনাকে জনগণের মানসিকতা অনুযায়ী কাজ করতে হবে। যেখানে দেশ ও মানুষ বিপন্ন হতে পারে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া
১ ঘণ্টা আগে