গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেন নবজাতকের স্বজনেরা। মঙ্গলবার বিকেলে শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তাঁর স্ত্রী তানজিলা আকতার স্মৃতিকে গত শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। এতে তানজিলা আকতার স্মৃতি ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বজনেরা বাইরে থেকে দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে।
শিশুটির মামা মো. শান্ত মণ্ডল বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগনেকে মারা হয়েছে।’
শিশুটির বাবা মুনুজ ইসলাম বলেন. ‘অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র আনেন। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। সিভিল সার্জনকে অভিযোগ দেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিশুটির স্বজনেরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেন নবজাতকের স্বজনেরা। মঙ্গলবার বিকেলে শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তাঁর স্ত্রী তানজিলা আকতার স্মৃতিকে গত শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। এতে তানজিলা আকতার স্মৃতি ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বজনেরা বাইরে থেকে দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে।
শিশুটির মামা মো. শান্ত মণ্ডল বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগনেকে মারা হয়েছে।’
শিশুটির বাবা মুনুজ ইসলাম বলেন. ‘অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র আনেন। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। সিভিল সার্জনকে অভিযোগ দেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিশুটির স্বজনেরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে