Ajker Patrika

গাইবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১১: ০৭
গাইবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেন নবজাতকের স্বজনেরা। মঙ্গলবার বিকেলে শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তাঁর স্ত্রী তানজিলা আকতার স্মৃতিকে গত শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। এতে তানজিলা আকতার স্মৃতি ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। 

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বজনেরা বাইরে থেকে দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে। 

শিশুটির মামা মো. শান্ত মণ্ডল বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগনেকে মারা হয়েছে।’ 

শিশুটির বাবা মুনুজ ইসলাম বলেন. ‘অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র আনেন। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। সিভিল সার্জনকে অভিযোগ দেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।’ 

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিশুটির স্বজনেরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত