গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতা পাপুল সরকারকে (৩৫) মারপিটের অভিযোগ উঠছে। আহত পাপুল সরকার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামের মো. ডাবলু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহর থেকে আওয়ামী লীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাপুল সরকারের ওপর হামলা করে মারপিট করেন। প্রাণ বাঁচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে গিয়ে পাপুল আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা করা হয়। জাকির মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত পাপুল সরকারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্যসচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনসহ অনেকেই হাসপাতালে ছুটে যান।
আহত পাপুল সরকার বলেন, ‘তুলসীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিই। খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মাহমুদুল হক মামুন ও যুবলীগ নেতা রাজীবসহ বেশ কয়েকজন আমার পথ রোধ করে হঠাৎ মারপিট শুরু করে। আমাকে তাদের গাড়িতে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে পার্শ্ববতী এক বাড়িতে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা করে।’
তিনি বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’
সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু বলেন, ‘এভাবে জাতীয়তাবাদী একজন পরীক্ষিত সৈনিকের ওপর হামলা মেনে নেওয়া যায় না, যাবে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি, সেই দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতার ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা হামলার দ্রুত বিচার দাবি করছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন বলেন, ‘যুবদলের নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। যার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, জাতীয়তাবাদী ছাতার নিচে সেই নেতার আশ্রয় হবে না। আমি বিষয়টি কেন্দ্রকে অবগত করব। তারা এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হক মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তবে আমি এই হামলার সঙ্গে জড়িত নই।’
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতা পাপুল সরকারকে (৩৫) মারপিটের অভিযোগ উঠছে। আহত পাপুল সরকার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামের মো. ডাবলু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহর থেকে আওয়ামী লীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাপুল সরকারের ওপর হামলা করে মারপিট করেন। প্রাণ বাঁচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে গিয়ে পাপুল আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা করা হয়। জাকির মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত পাপুল সরকারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্যসচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনসহ অনেকেই হাসপাতালে ছুটে যান।
আহত পাপুল সরকার বলেন, ‘তুলসীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিই। খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মাহমুদুল হক মামুন ও যুবলীগ নেতা রাজীবসহ বেশ কয়েকজন আমার পথ রোধ করে হঠাৎ মারপিট শুরু করে। আমাকে তাদের গাড়িতে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে পার্শ্ববতী এক বাড়িতে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা করে।’
তিনি বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’
সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু বলেন, ‘এভাবে জাতীয়তাবাদী একজন পরীক্ষিত সৈনিকের ওপর হামলা মেনে নেওয়া যায় না, যাবে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি, সেই দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতার ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা হামলার দ্রুত বিচার দাবি করছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন বলেন, ‘যুবদলের নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। যার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, জাতীয়তাবাদী ছাতার নিচে সেই নেতার আশ্রয় হবে না। আমি বিষয়টি কেন্দ্রকে অবগত করব। তারা এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হক মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তবে আমি এই হামলার সঙ্গে জড়িত নই।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
২ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৫ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৪ মিনিট আগে