Ajker Patrika

কুলাউড়ায় একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যা, মরদেহ উদ্ধার 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১০
কুলাউড়ায় একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যা, মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একই দিনে শরমীন আক্তার আছমা (২০) ও পাখি আক্তার সুমী (২৫) নামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কুলাউড়া পৌর শহরের সাদেকপুর ও উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া এলাকা থেকে ওই দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বলেন, `পৌর শহরের সাদেকপুর এলাকার বাসিন্দা আব্দুছ সোবহানের স্ত্রী শরমীন আক্তার গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গৃহবধূর অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।'

বিদ্যুৎ পুরকায়স্থ আরও বলেন, গৃহবধূ শরমীনের ১৮ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। স্বামী একটি ডিলারশিপ কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। সাংসারিক টানাপোড়নে হয়তো ওই গৃহবধূ বিষপান করেছেন। 

একই থানার উপপরিদর্শক (এস আই) নাজমুল হক বলেন, তিন বছর আগে উপজেলার ব্রাহ্মণবাজারে হিঙ্গাজিয়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম হাসানের সঙ্গে পৌর শহরের বাসিন্দা মোস্তফা মিয়ার মেয়ে পাখি আক্তার সুমীর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের কোনো সন্তান না হওয়ায় জহিরুল আরেকটি বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে জহিরুলের সঙ্গে সুমীর কলহ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলের দিকে সুমী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহালে ওই গৃহবধূর শরীরে অন্য কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। 

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এসব ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেননি। আজ মঙ্গলবার দুই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত