Ajker Patrika

বিজিবির জব্দ করা সাড়ে ৯ কোটি টাকার মাদক ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আজ রোববার দুপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আজ রোববার দুপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির উদ্ধার করা সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছেন। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত এসব মাদক জব্দ করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলোর মধ্যে ছিল ২৬ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২টি ইয়াবা, ২৬ দশমিক ৩৯৭ কেজি গাঁজা, ৩১ হাজার ৪৭৪ বোতল বিদেশি মদ, ৪২ হাজার ৩৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩৬ হাজার ৯১৮টি নেশাজাতীয় বড়ি, ৩ দশমিক ০৬৭ কেজি কোকেন, ৩৭৩৬ দশমিক ৫০০ লিটার দেশি মদ, ৬৬ হাজার ৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩ হাজার ৩৭০টি মদ তৈরির বড়ি, ১ হাজার ৯৭ বোতল বাংলাদেশি হোমিওপ্যাথিক সিরাপ ও ৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাই প্লাস।

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আজ রোববার দুপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আজ রোববার দুপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক নজিউর উল্লাহ ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুলসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত