Ajker Patrika

গাইবান্ধায় ভাড়া নিয়ে তর্ক, মারধরে ভ্যানচালকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৮: ০২
গাইবান্ধায় ভাড়া নিয়ে তর্ক, মারধরে ভ্যানচালকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ বলছে, রাসেল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে সাদুল্যাপুর থানার ওসি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) নিহতের বাবা নান্দু শেখ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করছেন। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত