সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চার দফা দাবি হলো—
১. সরকারিভাবে পুনর্বাসন।
২. বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
৩. রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ।
৪. বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।
অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করছিল। কিন্তু পুনর্বাসন না করেই একসময় এসব সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চার দফা দাবি হলো—
১. সরকারিভাবে পুনর্বাসন।
২. বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
৩. রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ।
৪. বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।
অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করছিল। কিন্তু পুনর্বাসন না করেই একসময় এসব সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে