নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কথিত প্রেমিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভুক্তভোগীর কথিত প্রেমিক (১৭) ও তার বন্ধু মো. সাকিব (১৮)। তারা উভয়েই সৈয়দপুর শহরের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের বাসিন্দা। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে আসলে অভিযুক্তের (প্রেমিক) সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১১ জানুয়ারি দেখা করার জন্য ভুক্তভোগীকে সৈয়দপুরে আসতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগী সৈয়দপুরে এলে ওই দিন দুপুরে কৌশলে অভিযুক্ত বন্ধু সাকিবের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কোনো লোক না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
পরে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং আসার জন্য চাপ দেয়। এতে ভুক্তভোগী ভীত হয়ে গত সোমবার এলে ওই বাড়িতে একই কায়দায় ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত কৌশলে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগীকে ঘটনার বিষয়ে কাউকে জানালে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতির হুমকি প্রদর্শন করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে কথিত প্রেমিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভুক্তভোগীর কথিত প্রেমিক (১৭) ও তার বন্ধু মো. সাকিব (১৮)। তারা উভয়েই সৈয়দপুর শহরের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়ের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের বাসিন্দা। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে আসলে অভিযুক্তের (প্রেমিক) সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১১ জানুয়ারি দেখা করার জন্য ভুক্তভোগীকে সৈয়দপুরে আসতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগী সৈয়দপুরে এলে ওই দিন দুপুরে কৌশলে অভিযুক্ত বন্ধু সাকিবের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কোনো লোক না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
পরে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং আসার জন্য চাপ দেয়। এতে ভুক্তভোগী ভীত হয়ে গত সোমবার এলে ওই বাড়িতে একই কায়দায় ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত কৌশলে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগীকে ঘটনার বিষয়ে কাউকে জানালে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতির হুমকি প্রদর্শন করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে